পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-১২, বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ- পিয়ারা আক্তার, প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমনা, ঢাকা
- ২১ মে ২০২৩, ০০:০৫
প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ’ থেকে ১৪টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : স্বাধীনতার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
উত্তর : ১৯৭১ সালে সংঘটিত হয়েছিল।
প্রশ্ন : কোন ঘটনাটি বাঙালির ইতিহাসে অত্যন্ত গৌরবময় ঘটনা?
উত্তর : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি কী লাভ করেছে?
উত্তর : স্বাধীন বাংলাদেশ।
প্রশ্ন : কত সালে ব্রিটিশরা এ উপমহাদেশ ছেড়ে চলে যায়?
উত্তর : ১৯৪৭ সালে।
প্রশ্ন : পাকিস্তান রাষ্ট্র কোন দু’টি ভাগে বিভক্ত ছিল?
উত্তর : পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান।
প্রশ্ন : ১৯৫২ সালে ভাষা আন্দোলন কেন হয়েছিল?
উত্তর : পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার প্রতিবাদে।
প্রশ্ন : ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল?
উত্তর : ১৯৬৬ সালে।
প্রশ্ন : পূর্ববাংলায় গণ-অভ্যুত্থান কত সালে ঘটে?
উত্তর : ১৯৬৯ সালে।
প্রশ্ন : কোন নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে?
উত্তর : ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে।
প্রশ্ন : ১৯৭১ সালের ১০ এপ্রিল কী গঠন করা হয়?
উত্তর : মুজিবনগর সরকার বা বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম সরকারের রাষ্ট্রপতি ছিলেন কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন : স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : তাজউদ্দীন আহমদ।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম সরকারের উপরাষ্ট্রপতির নাম কী?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন : মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর : জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী।